
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) একাধিক পৃথক অভিযানে অবৈধ নকল বিড়ি,ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ প্রায় ৯,৩৭,২২৫ টাকা মূল্যের পণ্য উদ্ধার করেছে। ৭ ডিসেম্বর ২০২৫ (২২ অগ্রহায়ণ ১৪৩২) তারিখে প্রাপ্ত তথ্য অনুযায়ী,গত ৫ ও ৬ ডিসেম্বর এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ ডিসেম্বর দুপুরে কুষ্টিয়া জেলার বাইপাস লালন চত্বর এলাকায় লে. কর্নেল রাশেদ কামাল রনি,এসইউপি, পিএসসি,জি,অধিনায়ক,৪৭ বিজিবির তত্ত্বাবধানে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়নের বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় পঞ্চগড় থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহনে তল্লাশি চালিয়ে ১৪,৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮,০৭,৪০০ টাকা।
এ ছাড়া,গত ৫ ডিসেম্বর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিতলিয়া এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা,মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১,২৩,৮৭৫ টাকা।
অন্যদিকে,৬ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্তবর্তী ইনসাফনগর বাজার এলাকায় চল্লিশপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১.৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে,যার মূল্য ৫,৯৫০ টাকা।
মোট ৩টি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের সমগ্র মূল্য দাঁড়ায় প্রায় ৯,৩৭,২২৫ টাকা। আটককৃত আসামীকে মাদকদ্রব্য ও অন্যান্য জব্দকৃত সামগ্রীসহ মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদক ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ এবং নকল বিড়ি কাস্টমসে জমার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অনুরূপ অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
Leave a Reply