
মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি
ইস্টাফ রিপোর্টার্স
দ্বীপ জেলা ভোলার উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই বললেই চলে। রাতে জেলাটি বিচ্ছিন্ন হয়ে যায়। চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক করুন প্রতিবেদন আমরা প্রতিনিয়ত দেখছি। অনেক রোগী লঞ্চেও চিকিৎসা ব্যবস্থার অভাবে মৃত্যুবরণ করেছেন।
জেলা বাসি চিকিৎসা ব্যবস্থা আধুনিককরনে দাবিও বিভিন্ন সময়ে উত্থাপিত হলেও বিষয়টি উপেক্ষিত।
ভোলা সমিতি,ঢাকার সহ-সভাপতি ও
ব্যবসায়ী জনাব মানছুর আহমেদ একটি আধুনিক মানের হাসপাতাল ভোলায় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন।
ইতোমধ্যে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনাও করেছেন। অনেকেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
প্রাথমিকভাবে ৩০ বেডের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ভোলা জেলায় স্থাপন করা হবে। এখানে অতি দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সহ স্বল্পমূল্যে রোগীদের সর্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা থাকবে।
হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের প্রাক আলোচনা ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে পূর্বাচলে মতবিনিময় এর
আয়োজন করা হয়।
আলোচনায় ভোলা সমিতি ঢাকার সভাপতি ও কুয়েটের ভিসি অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী, সহ-সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো:একরাম উল্লাহ (জুলফিক), যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসাইন হাওলাদার, জনাব শফিকুর রহমান ও
প্রকল্পের উপদেষ্টা জনাব গোলাম রাকিব রাজিব প্রমূখ উপস্থিত ছিলেন।
ভোলার সন্তান হিসেবে সামাজিক দায়বদ্ধতা হতে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য দেশে-বিদেশে সকলের সহযোগিতার অনুরোধ করা হয়।
Leave a Reply