
কবির পালোয়ান বিভাগিয় প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর বাজারে ভাড়ার ঘর নিয়ে দখল–বিবাদে অসহায় নারী পারভীন বেগম (৫০) দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়ে আসছিলেন। স্থানীয় বাজারে তার মালিকানাধীন রাস্তার পাশের একটি দোকানঘর ভাড়া নেন হযরত আলী। কিন্তু পরবর্তীতে তিনি ভাড়ার টাকা না দিয়ে উল্টো ঘরটির ওপর স্থায়ী দখল প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনায় কোনো সমাধান না পেয়ে পারভীন বেগম আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান গত ২ ডিসেম্বর বিকেলে নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সামারি ট্রায়াল পরিচালনা করেন।
তাৎক্ষণিক বিচারে হযরত আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিচারক পারভীন বেগমকে তার দোকানঘরের পুনরায় দখল বুঝিয়ে দেন, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও স্থিতি ফিরিয়ে আনে।
বিষয়টিকে কেন্দ্র করে -বিচারকের ন্যায়বিচারে এলাকায় প্রশংসার জোয়ার।
এতো দ্রুত ও স্বচ্ছ বিচারিক পদক্ষেপে সাধারণ মানুষ আদালতের ভূমিকার প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উক্ত বিষয়ে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান লিখেছেন
“আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিচারক ইফতি হাসানকে। এমনভাবে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বিচার করলে দেশের শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে ইনশাআল্লাহ।”
কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব চৌধুরী মন্তব্য করেছেন—
এটাই আইন—দ্রুত বিচার, ন্যায়বিচার।”
এদিকে দ্রুত ন্যায়বিচার পাওয়ায় পারভীন বেগম ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেন এবং বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানান।
Leave a Reply