
প্রতিনিধির নাম : মোঃ তুহিন দেওয়ান।
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর,
নিজস্ব প্রতিবেদকঃ ভোলার তজুমদ্দিনের চাঁদপুরে মো. সেলিম (৪৫) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করলো স্থানীয় সন্ত্রাসীরা। শনিবার গভীর রাতে বাড়ি যাওয়ার সময় তাকে তুলে নিয়ে নিয়ে পিটিয়ে মুমূর্ষ অবস্থায় তাকে তার বাড়ির সামনের একটি দোকানে ফেলে রাখা হয়। রোববার (৩০ নভম্বর) বিকালে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী ঝরনা বেগম জানান, দীর্ঘদিন পর শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তার আমি চট্রগ্রাম থেকে ভোলায় আসেন। এরপর রাতে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা। রাতভর নির্যাতন করে গুরুতর অবস্থায় বাড়ির সামনে রাস্তার পাশে একে দোকানে তাকে ফেলে রেখে যায়। সকালের দিকে খবর পেয়ে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। এরপর বিকাল ৩ টা ৪০ মি. ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। সেলিমের হাত, পা, ঠোট সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ক্ষত চিহ্ন ছিলো।
নিহতের স্ত্রী আরো জানান, পূর্ব শত্রুতার কারণে একই এলাকার সন্ত্রাসী আনোয়ার হাওলাদার, সিরাজ, রায়হান, রহিম, হাসেম ও নিরব তাকে পিটিয়ে হত্যা করেছে। তারা সকলেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত জানান তিনি।
যদি এই ঘটনা অভিযুক্ত সকলে পালিয়ে যাওয়ায় তাদের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জাবেদ ইমরান জানান, ভর্তির পর তারা যথাযথা চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু তার শরীরে ক্রমাগত অবনতি ঘটতে থাকে। বিকাল ৩ টা ৪০ মি মারা যান।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জারিয়েছেন।
Leave a Reply