
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
পিরোজপুর ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহমুদ হোসেনের সমর্থনে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেছারাবাদে এক বিশাল গন সমাবেশের আয়োজন করা হয়। আয়োজনে – নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর বিএনপির একাংশ।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকায় এক গন জোয়ারের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা) পিরোজপুর ২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ মাহমুদ হোসেন। যিনি এই এলাকার গণমানুষের নেতা, জনকল্যানে ও মানবিক অগ্রযাত্রায় এক ধাপ এগিয়ে, যিনি এলাকার সকল জনগনের সুখে দুঃখে পাশে দাড়িয়ে ইতিমধ্যে জন সম্প্রিক্ততা অর্জন করে সাধারন মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। যিনি প্রতিষ্ঠিত একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক এবং ভান্ডারিয়া সরকারী কলেজের সাবেক ভিপি।
প্রধান বক্তা মোঃ ইমাম হোসেন তালুকদার, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোঃ রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক, স্বরূপকাঠি পৌর বিএনপি। মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল, সাবেক যুগ্ম আহবায়ক, সরকারি পৌর বিএনপি। মোঃ নুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক, স্বরূপকাঠি পৌর বিএনপি। মোঃ জিয়াউদ্দিন মালেক, সাবেক যুগ্ন আহবায়ক, স্বরুপকাঠি পৌর বিএনপি। মোঃ আমিনুল ইসলাম মিজান, আহবায়ক, স্বরুপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দল। মোঃ সবুর আহমেদ তালুকদার, যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল। মোঃ জাফর ইকবাল, সাবেক যুগ্ন আহবায়ক, নেছারাবাদ উপজেলা ছাত্রদল। মোসাম্মৎ মাসুমা তালুকদার, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। মোঃ মামুন সরদার, স্বরূপকাঠি পৌর বিএনপি। সভায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব আব্দুল মজিদ তালুকদার, সভাপতি ২ নং সোহাগদল ৪ নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সকল নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন, সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ছায়তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে অগ্রনি ভুমিকা পালন করে দেশকে একটি গনতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।
Leave a Reply