মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এর পক্ষ থেকে , পটিয়ার প্রিয় নেতা আবছার উদ্দিন সোহেল কর্তৃক ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত অপর্ণা দত্ত কে সহায়তা প্রদান করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) পটিয়ার সূচত্রদন্ডীর এলাকায় অপর্ণা দত্তের বাড়িতে এই শিক্ষা সহায়তা তাদের হাতে তুলে দেন পটিয়ার প্রিয় নেতা আবছার উদ্দিন সোহেল।
সম্প্রতি সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাকরিচ্যুত হওয়া অপর্ণা জয়া দত্ত এবং এর শোকে মারা যায় তার স্বামী।
ভুক্তভোগী অপর্ণার ২ ছেলের ১ বছরের সার্বিক পড়াশোনার যাবতীয় খরচ বহন করেছে পটিয়া পৌরসভা যুবদল ও জেড ফোর্স পটিয়া।
সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক এবং রংধনু ফাউন্ডেশনের চেয়ারম্যান আবছার উদ্দিন সোহেল, জসিম উদ্দীন মল্ল।
এতে আরো উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভা যুবদল এবং জেড ফোর্স পটিয়ার মামুনুর রশিদ, ইনজিহারুল সবুজ, সাইফুল ইসলাম, মোঃ সোহেল, নুরুল হাকিম, জমির উদ্দীন আজাদ, বোরহান উদ্দীন, আলমগীর বাবু, হাজি টিঙ্কু, নাইমুল ইসলাম, লোকমান হোসেন, লোকমান পাপ্পু, আবু মুছা, জিয়া উদ্দীন নোমান, আবসার, মোঃ তারেক, কাজী রিয়াদ, মোঃ জিয়া, ইব্রাহিম মির্জা, পাপেল, শহীদুল ইসলাম, মোঃ সুমন, আসিফ, ইকবাল বাহার আশেক, জাহেদ মুজাহিদ, আলী হোসেন, তোহিদুল ইসলাম, বাবলু, নয়ন।
আবছার উদ্দিন সোহেল বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পটিয়া পৌরসভা ও জেড ফোর্স পটিয়া কর্তৃক অপর্ণা দত্তের দুই সন্তানের পড়ালেখার খরচ বাবদ অর্থ প্রদান করি। যাতে তারা সুন্দরভাবে মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠে। আমরা চাই পটিয়ার সকল মানুষ মিলেমিশে সুখে দুঃখে একসাথে একত্রিত হয়ে থাকি। এইভাবে সমাজসেবা মূলক কাজে কেউ একজন এগিয়ে আসলে অন্যরা উৎসাহিত হবে।
অপর্ণা দত্তের পরিবার পটিয়া পৌরসভা যুবদল ও জেড ফোর্স পটিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply