
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
আজ দেশের স্বার্থে,দশের স্বার্থে,সর্বোপরি দলীয় স্বার্থে সময়ের সবচেয়ে বড় দাবি হলো—সকল শ্রেণী-পেশার মানুষকে এক কাতারে দাঁড় করানো।
কৃষক,শ্রমিক,শিক্ষক,ব্যবসায়ী,বুদ্ধিজীবী—সবাইকে সাথে নিয়ে ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলতে হবে। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের ভরসা।
পরিবর্তনের ভার আজ তরুণদের কাঁধে।
তাদের স্বপ্ন,তাদের সাহস,তাদের অদম্য শক্তিই আমাদের আগামীর ভরসা।
খোকসা-কুমারখালির তরুণরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে,গণতন্ত্রের লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে।
আজ আবার সেই ইতিহাসকে ধারণ করে তারা হতে পারে আগামী দিনের পরিবর্তনের কান্ডারি।
আমরা চাই তরুণদের হাত ধরে এগিয়ে যেতে—উন্নয়নের পথে,গণতন্ত্রের পথে,জাতীয়তাবাদী চেতনার পথে। ঐক্যবদ্ধ তরুণরাই পারে আগামী বাংলাদেশ গড়তে,পারে খোকসা-কুমারখালির আকাশে নতুন সূর্যোদয় ঘটাতে।
ঐক্যে শক্তি,ঐক্যে জাগরণ,ঐক্যেই আমাদের আগামী।
শেখ সাদী
যুগ্ম আহ্বায়ক,জেলা বিএনপি, কুষ্টিয়া
সভাপতি,কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা
পরিচালক,রিহ্যাব
চেয়ারম্যান,এশিউর গ্রুপ
Leave a Reply