
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া জেলার সকল থানায় আনুষ্ঠানিকভাবে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা চালু করেছেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। আজ রাত ১২টা ১ মিনিটে (২১ জুলাই) ডিজিটাল এই সেবার উদ্বোধন করেন তিনি।
অনলাইন জিডি চালুর ফলে এখন থেকে জেলার নাগরিকরা ঘরে বসেই যে কোনো সাধারণ ডায়েরি করতে পারবেন। সেবা গ্রহণে মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ‘অনলাইন জিডি (Online GD)’ অ্যাপটি ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই মিলবে এই সুবিধা।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,
“জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শুধু মাঠে না, প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছি। অনলাইন জিডি সেই যাত্রারই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি জনগণের বহুদিনের দাবি ছিল।”
বাংলাদেশ পুলিশ ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে অনলাইন জিডি সেবা চালু করেছে। এবার কুষ্টিয়াবাসীও পেল সেই সুবিধা। নিখোঁজ ব্যক্তি, চুরি, হারানো কাগজপত্র কিংবা প্রতারণার মতো সাধারণ ঘটনার প্রাথমিক তথ্য সংরক্ষণের জন্য থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো—এখন সেই ভোগান্তির দিন শেষ।
পুলিশ মিডিয়া সেল, কুষ্টিয়া জানিয়েছে, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে পুলিশি সেবার ডিজিটালাইজেশন এই প্রকল্পকে বাস্তবতা এনে দিয়েছে।
এই উদ্যোগে কুষ্টিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জনবান্ধব ও সময়োপযোগী হয়ে উঠেছে বলে জানান সাধারণ নাগরিকরা।
একজন সেবাগ্রহীতা বলেন,
“আগে থানায় যেতে ভয় লাগত, এখন বাসায় বসেই জিডি করা যাচ্ছে—এটা সত্যিই অনেক বড় পরিবর্তন।”
অনলাইন জিডি সেবা কেবল নাগরিক নিরাপত্তার জন্যই নয়, বরং পুলিশের তদন্ত প্রক্রিয়াকে আরও কার্যকর ও আধুনিক করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply