মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
সৈয়দ আল মামুন ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌড়হাস হাইওয়ে থানা কুষ্টিয়া।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন একান্ত সাক্ষাৎকারে জানান যে সড়ক ও মহাসড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করতে সকলের সচেতনা ছাড়া কোন বিকল্প নাই।
আলাপচারিতায় জানা যায় যে তিনি ২০০১ সালে সাব ইন্সপেক্টর পদে চাকরিতে যোগদান করেন এস,বি শাখা ঢাকাতে।২০১৪ সালে তিনি পদোন্নতি পেয়ে অফিসার্স ইনচার্জ হয়ে যশোর থানায়,ঝিনাইদহ কোটচাঁদপুর থানা ও যশোর ডিবি তে দায়িত্ব পালন করেন।
গত ২৪শে ডিসেম্বর ২০২৪ তারিখে কুষ্টিয়া চৌড় হাস হাইওয়ে থানাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর তিনি বিত্তিপাড়া, লক্ষ্মীপুর ও মধুপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বলে জানান আগামীতে যা চলমান থাকবে, সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধির জন্য দুর্ঘটনা প্রবণ প্রতিটি এলাকায় পথসভা করেছেন। নিয়ম না মানার কারণে এবং কাগজপত্র ঠিক না থাকায় প্রতিমাসে ২০০, র অধিক মামলা দিয়েছেন যাতে চালকেরা নিয়ম মেনে সড়কে চলে। তিনি জানান সড়ক ও মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে মানুষের অসাবধানতার কারনে, এসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন।
১|রাস্তা পারাপারের সময় পথচারীকে অতিরিক্ত সতর্কতার সাথে রাস্তা পার হতে হবে।
২| অতিরিক্ত যাত্রী হয়ে কোন যানবাহনে ওঠা যাবে না।
৩| ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কাউকে গাড়ি চালাতে দেওয়া যাবে না বিশেষ করে গাড়ির মালিকদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে।
৪।পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না নিয়ে চালকের অতিরিক্ত সময় গাড়ি চালানো যাবে না।
৫। সর্বদাই ট্রাফিক আইন মেনে চলা। কুষ্টিয়াতে ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে চিহ্নিত হয়েছে ৩টি সড়ক, খোকসা থানার বিল জানিপুর, মিরপুর ও কুমারখালি থানার তালবাড়িয়া নামক স্থানের সড়ক।
চরম ঝুঁকিপূর্ণ সড়ক হিসাবে দুইটি স্থান চিহ্নিত হয়েছে যা বহালবাড়িয়া ও সৈয়দ মাসুদ রুমি সেতু পার হয়ে যেখানে রস্তাটি বাক নিয়েছে। এসব স্থানে চরম সতর্কতার সাথে চলাচলের জন্য সবাইকে অনুরোধ করেছেন।
সদা হাস্যময় ও সকলকে সমান ভাবে বিনয়ের সাথে সেবা প্রত্যাশীদের সেবা দিয়ে স্থানীয় সকলের কাছে খুব অল্পদিনে আস্তাভাজও সকল মহলে প্রিয় ব্যাক্তিত্বের স্থান করে নিয়েছেন বলে সেবা প্রত্যাশীদের কাছ থেকে জানা যায়। কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই অতি বিনয়ী এই ব্যক্তিকে।
Leave a Reply