মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি।
খাগড়াছড়িতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।
শনিবার (১০ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল সাড়ে ৭ টায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর আয়োজনে দীঘিনালার মাইনী ভ্যালি থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে পার্বত্য ভিক্ষু সংঘ। এর আগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। জেলা জেলার নয়টি উপজেলায় শতাধিক বৌদ্ধ বিহার সকাল থেকেই চলছে- সংঘদান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষুদের পিণ্ডদান, প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মদেশনা।
তাছাড়া পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের উদ্যোগে হাসপাতালে ভর্তি রোগীদের উন্নত খাবার প্রদান ও আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় তাছাড়া সন্ধ্যায় বিহারগুলোতে পঞ্চশীল গ্রহণ, প্রবজ্যা গ্রহণ, প্রদীপ পূজা ও ফানস বাতি উড়ানোর কথা রয়েছে।
এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পাশাপাশি এই দিনেই তিনি বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। সে কারণেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি খুবই পবিত্র।
এসময় পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লৌকমিত্র থেরো বলেন, এই দিনে ভগবান বুদ্ধ জম্ম গ্রহণ বুদ্ধত্ব এবং নির্বান লাভ করেন। বুদ্ধের বাণী পৃথিবীতে ছড়িয়ে দিতে পারলে দেশে হিংসা হানাহানি যুদ্ধ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবে। আজকের এই দিনে আমরা সকলের মঙ্গল কামনা করছি।
Leave a Reply