1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আওয়ামী লীগের দোসর কাজী ফরিদ এখনো বহল তাবিয়াতে তার বিরুদ্ধে বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার নানাবিধ অভিযোগ চরফ্যাশনে বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা গাজীপুর-৬ আসনে আলোচনার তুঙ্গে সরকার জাবেদ আহমেদ সুমন লালমোহনে লঞ্চঘাটে ৫টাকার যাত্রী টোল ১০টাকা আদায়, জরিমানা করা হয়েছে, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার কুষ্টিয়ায় ধানের শীষের বিজয় নিশ্চিতে সকলকে সাথে নিয়ে কাজ করবো মেহেদী রুমী পিরোজপুর-২ আসনে নেছারাবাদ থেকে ফকরুল আলমের মনোনয়ন দাবিতে নারীদের মিছিল যশোরের মণিরামপুরে ট্রলির ধাক্কায় শিক্ষক দম্পতির মৃত্যু কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল রাস উৎসব।। অগনিত মানুষের পদচারনায় মুখরিত কুয়াকাটা।।
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের দোসর কাজী ফরিদ এখনো বহল তাবিয়াতে তার বিরুদ্ধে বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার নানাবিধ অভিযোগ চরফ্যাশনে বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা গাজীপুর-৬ আসনে আলোচনার তুঙ্গে সরকার জাবেদ আহমেদ সুমন লালমোহনে লঞ্চঘাটে ৫টাকার যাত্রী টোল ১০টাকা আদায়, জরিমানা করা হয়েছে, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার কুষ্টিয়ায় ধানের শীষের বিজয় নিশ্চিতে সকলকে সাথে নিয়ে কাজ করবো মেহেদী রুমী পিরোজপুর-২ আসনে নেছারাবাদ থেকে ফকরুল আলমের মনোনয়ন দাবিতে নারীদের মিছিল যশোরের মণিরামপুরে ট্রলির ধাক্কায় শিক্ষক দম্পতির মৃত্যু কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল রাস উৎসব।। অগনিত মানুষের পদচারনায় মুখরিত কুয়াকাটা।।

বোরহানউদ্দিনে একই টেস্টে তিন ডায়াগনস্টিক সেন্টারের তিন ভিন্ন ফলাফল! রিপোর্টে বিভ্রান্ত রোগী ও স্বজনরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার ভিউ

মোঃ তুহিন দেওয়ান ভোলা জেলা।

ভোলার বোরহানউদ্দিনে একই দিনে একই রোগীর রক্ত পরীক্ষায় (CBC) তিনটি ডায়াগনস্টিক সেন্টারে তিন ভিন্ন ফলাফল আসায় চরম বিভ্রান্তিতে পড়েছেন রোগী ও তার স্বজনরা। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার গঙ্গপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা সামছুদ্দিন (২৮) জ্বরে আক্রান্ত হয়ে গত ২৭ অক্টোবর বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য CBC (Complete Blood Count) টেস্ট করতে নির্দেশ দেন।

হাসপাতাল গেটের সামনে অবস্থিত নিউ জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে রিপোর্টে Platelet Count (PC) পাওয়া যায় ৫৫,০০০। রিপোর্ট দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে ডেঙ্গু পজিটিভ শনাক্ত করে চিকিৎসা দেন এবং প্রতিদিন প্লেটলেট পর্যবেক্ষণের পরামর্শ দেন।

কিন্তু পরদিন (২৮ অক্টোবর) অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় টেস্ট করলে রিপোর্টে প্লেটলেট নেমে আসে ১৮,০০০-এ। অথচ রোগী নিজেই শারীরিকভাবে উন্নতি অনুভব করছিলেন। এতে সন্দেহ হলে তিনি একই দিনে নিউ ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান, যেখানে রিপোর্টে প্লেটলেট দেখায় ৬৯,০০০।

এত বড় পার্থক্য দেখে সামছুদ্দিন বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে পূর্বের নিউ জনসেবা ডায়াগনস্টিকে আবার টেস্ট করতে বলেন। একই দিনে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আবার পরীক্ষা করালে এবার রিপোর্টে দেখা যায় ১,৪৫,০০০ প্লেটলেট।

ভুক্তভোগী সামছুদ্দিন বলেন “একই দিনে তিন জায়গায় টেস্ট করে তিন রকম রিপোর্ট পেয়েছি। আমি নিজে শারীরিকভাবে ভালো বোধ করছিলাম, কিন্তু এক রিপোর্টে বলে প্লেটলেট ১৮ হাজার, অন্যটায় ৬৯ হাজার, আবার আরেকটায় ১ লাখ ৪৫ হাজার! আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কোনটা ঠিক। রোগী হিসেবে আমরা কাকে বিশ্বাস করবো?”
তিনি আরও বলেন “এই রিপোর্টের কারণে আমি ভয় পেয়ে যাই। ডাক্তারও বিভ্রান্ত হয়ে পড়ে। আমি চাই প্রশাসন যেন এসব ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম ঠিকভাবে তদারকি করে।”

জানতে চাইলে নিউ ইসলামিয়া ডায়াগনস্টিকের টেকনোলজিস্ট তাহমিদ হাসান বলেন “আমাদের রিপোর্ট যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে, কোন ভুল নেই। রোগীর প্লেটলেট ৬৯ হাজারই ছিল, এটাই সঠিক।”

এ বিষয়ে নিউ জনসেবা ডায়াগনস্টিকের টেকনোলজিস্ট মো. সেলিম দাবি করেন “আমরা ২৭ তারিখে রোগীর প্লেটলেট পেয়েছিলাম ৫৫ হাজার, পরদিন টেস্টে পেয়েছি ১,৪৫,০০০। আমাদের রিপোর্টই সঠিক।”

অপরদিকে এস এস মেডিকেল সার্ভিসের পরিচালক মনিরুল ইসলাম বলেন, “আমরা সুদক্ষ টেকনোলজিস্ট দ্বারা স্যাম্পল সংগ্রহ করি। রোগীর প্লেটলেট আমরা পেয়েছি ১৮,০০০ — এটাই সঠিক। পরে আমরা ভোলা সদরের তিনটি নামিদামি প্রতিষ্ঠানে যাচাই করে দেখি আমাদের রিপোর্টের সঙ্গে তাদের রিপোর্টের পার্থক্য খুব সামান্য, তাই আমাদের ফলাফলই নির্ভরযোগ্য।”

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO)
ডা. কে এম রেজোয়ানুল ইসলাম বলেন,
“একই দিনে একই রোগীর তিন ভিন্ন রিপোর্ট পাওয়া মান নিয়ন্ত্রণের বড় প্রশ্ন তোলে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান বলেন “রোগীর টেস্ট চিকিৎসার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, একই রোগীর রিপোর্টে এত বড় তারতম্য ডায়াগনস্টিক সেক্টরে মান নিয়ন্ত্রণ, যন্ত্রের ক্যালিব্রেশন ও প্রশিক্ষিত টেকনোলজিস্টের ঘাটতির বড় প্রমাণ।
তারা বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে চিকিৎসা ব্যবস্থার প্রতি রোগীর আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com