মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৪২) এবং একই উপজেলার ত্রিবেনী এলাকার মোস্তাফিজুর রহমান মমিন।
বুধবার (৭ মে ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে প্রথমে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে ইসমাইলের দেওয়া তথ্যমতে মোস্তাফিজুর রহমান মমিনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শেখপাড়া থেকে একজন ব্যক্তি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে ইবি থানা এলাকায় প্রবেশ করেছে। এ তথ্যের ভিত্তিতে ইবি থানার উপ-পরিদর্শক রাকিব ইসলাম, সহকারী উপ-পরিদর্শক কামরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন আটক হয়। ইসমাইলের হ্যান্ড ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ইসমাইলের তথ্যমতে মোস্তাফিজুর রহমান মোমিনকে আটক করে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অস্ত্রের উৎস অনুসন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply