মোঃ আসাদ আলী
জেলা প্রতিনিধি/দিনাজপুর
২ মার্চ থেকে রোজা শুরু হয়। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের শুভেচ্ছা ও মোবারক বাদ জানান।বিরল থানার ৪ শহরগ্রাম ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আজিমুল ইসলাম তিনি বলেন, পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এ পবিত্র মাস আত্মসংযম সাধনার মাস।তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের ও সন্তুষ্ট লাভের নিজেদেরকে এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবেদিত রাখেন। দেশ ও সারা দুনিয়ার মুসলমান রমজান মাসে আল্লাহর নিকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনে আত্মনিবিষ্ট হয়। সারাদিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে জমিনে মুসলমানরা আল্লাহর ভালোবাসা অর্জন করেন। তিনি বলেন হিংসা-বিদ্বেষ অশ্লীলতা আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবন শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক এই হোক পবিত্র রমজানের সবার সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539