রাজিব হাসান রাজু,,
ভোলা, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের দুলারহাট থানার অন্তর্গত কছুয়াচর এলাকা থেকে এক অসহায় এতিম পরিবারের ১১টি গরুসহ অন্যান্য পরিবারের কিছু গরু ডাকাত দল লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত দল কছুয়াচর থেকে উত্তর দিকে একটি টলার (ইঞ্জিনচালিত নৌকা) ব্যবহার করে গরুগুলো নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতরা গজারিয়া বা লালমোহন এলাকার দিকে পালিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত গরুগুলো উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন। পাশাপাশি, কেউ যদি একসঙ্গে অনেকগুলো গরু পরিবহন করতে দেখে, তাহলে স্থানীয় থানা বা প্রশাসনকে দ্রুত জানানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539