মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কতৃক স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকালে মেরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক স্থানীয় গরিব, অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক।
দীঘিনালা জোনের সূত্রে জানানো হয়, অসহায় দুস্থ মানুষের কথা বিবেচনা করে দীঘিনালা জোন আজ ইফতার সামগ্রী বিতরন করেছে। আগামী দিনগুলোতে এভাবে সহযোগীতা করা হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539