ফেনী: ফেনীর লেমুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫-৬ জন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে লেমুয়া থেকে ফেনী আসার পথে লাল পোল লেমুয়ার মাঝামাঝি হাফেজিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাদ ঢালাইয়ের শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইলেনে উঠে যায়। ফলে পিকআপে থাকা শ্রমিকরা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই আনুমানিক পাঁচ-ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহত শ্রমিকদের সকলেই বরিশাল ও ভোলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539