বাহাদুর চৌধুরী,,
ভোলায় এক অসুস্থ বৃদ্ধা মহিলার ঔষধ কেনার টাকা না থাকায় চরম অসহায় অবস্থায় জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন। শারীরিক অক্ষমতার কারণে তিন তলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে না পেরে, তিনি নিচেই ঘন্টার পর ঘন্টা বসে ছিলেন।
বৃদ্ধার এমন অসহায় অবস্থা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান তার নিজ কামরার সিসি টিভি ক্যামেরায় দেখতে পান। মানবিকতার পরিচয় দিয়ে তিনি দ্রুত তিন তলা থেকে নিচে নেমে আসেন এবং বৃদ্ধার পাশে দাঁড়ান।
জেলা প্রশাসক শুধুমাত্র তাৎক্ষণিক আর্থিক সহায়তাই প্রদান করেননি, ভবিষ্যতে যেন ওই বৃদ্ধা মহিলাকে আর এমন কষ্ট পেতে না হয়, সেই লক্ষ্যে তার জন্য স্থায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
জেলা প্রশাসকের এমন মানবিক ও সহানুভূতিপূর্ণ উদ্যোগ ভোলার সর্বমহলে প্রশংসিত হয়েছে। একজন প্রকৃত জনপ্রতিনিধির যে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত, মোঃ আজাদ জাহান তা আরও একবার প্রমাণ করলেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের প্রতি, এদিকে উক্ত বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ভোলা জেলার সর্বস্তরের জনগণ উক্ত সাদা মনের মানুষটিকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সাথে সাথে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ এর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন । এবং জেলা প্রশাসকের মহানুভবতা ও মানবিকতার জন্য তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
এ ধরনের উদাহরণ প্রশাসনিক কর্মকর্তাদের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539