
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
যথাযোগ্য মর্যাদা,ভাবগম্ভীর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৪১ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
দিনের সূচনা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.ইকবাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
পরবর্তীতে জেলার বীর মুক্তিযোদ্ধা,জেলা পরিষদ,সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান,পেশাজীবী সংগঠন,রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো.মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
পরে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় মুক্তিযোদ্ধাদের ব্যানারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশগ্রহণ করেন এবং ফুলেল শ্রদ্ধা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সালাম প্রদান করা হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত সভাপতি হাজী আবু জাফর মোল্লা। এ সময় চেম্বারের পরিচালক পারভেজ মাজমাদারসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে শহীদ সকল বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
এ সময় স্টেডিয়াম মাঠে মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাদ্যযন্ত্রের তালে তালে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ,ফায়ার সার্ভিস,আনসার,রোভার স্কাউট সদস্যসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।
বিকেল ৪টায় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
নানা আয়োজন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে কুষ্টিয়ায় এবারের বিজয় দিবস উদযাপন নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539