,
হাফিজুর রহমান যশোর প্রতিনিধি,
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদদের স্মরণে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সাথে ছিলেন কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ,এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,আবুল হোসেন আজাদ,চ্যানেল A1কে বলেন,আমরা বহু শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি।এই দেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২৫ ই ডিসেম্বর দেশে ফিরলে সব ষড়যন্ত তিনি ধূলিসাৎ করে দেবেন বলে আমরা বিশ্বাস করি।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539