(হাসান আহমেদ হৃদয়)_
ভোলায় ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদরাসার ১৮জন হাফেজে কুরআনকে পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে বালক শাকার ১১জন ছাত্র ও বালিকা শাখার ৭ ছাত্রী। বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে ভোলার বাংলাস্কুল মাঠে আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত ও হামদ-নাত মাহফিলে ১১জন হাফেজ ও ৭জন হাফেজাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ক্বিরাত মাহফিলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুহা. ইসরাফিল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পাগড়ি প্রধান করেন ঢাকা তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ শায়খ ক্বারী নাজমুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, কাতার ও আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ ক্বারী হুজাইফা, আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী আবু জর, জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী তরিকুল ইসলাম, সালমান গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিএস এম মিজানুর রহমান। ক্বিরাত ও হামদ-নাত মাহফিলে সংগীত পরিবেশন করেন জাতী সাংস্কৃতিক সংগঠন কলরবের কিশোর শিল্পী শাফিন আহমদ ও তানভীর আহমদসহ দ্বীপমোহনা ও কলতানের শিল্পীরা।
সম্মাননাপ্রাপ্ত হাফেজরা হলেন, মো. আবু হুরায়রা চৌধুরী, আব্দুল্লাহ আল রাফি, কুদরত উল্লাহ মাসুম, মো. মমিন, মাহমুদুল ইসলাম রিয়ান, আজাদ হোসেন, মো. সাদ হাসান, আল আমিন মারুফ, তাহমিদ হাসান, মো. সিয়াম হোসেন, আহনাফ জাবির, বিবি মারিয়াম, ইসরাত জাহান মরিয়ম, ফাতেমা মুনতাহা, সুমাইয়া আক্তার, বিবি ফাতেমা, খাদিজাতুল কুবরা, হুমায়রা আক্তার নিঝুম। অনুষ্ঠানে নতুন করে আরো ৯জন শিক্ষার্থীকে হেফজ সবক দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539