
মোঃ মতিউর রহমান গফুর,
বিষেশ প্রতিনিধি,চরফ্যাশন (ভোলা) :
চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সফল ও সংগ্রামী অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চরফ্যাশনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লোকমান হোসেন। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অদম্য নারীদের এ সম্মাননা ভবিষ্যতে আরও নারীর অনুপ্রেরণা জোগাবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুর নবী। তিনি নারীর উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার বিষয়ে দপ্তরের চলমান উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539