
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) শিল্পকলা অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয় আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের মিলনমেলা শিক্ষাঙ্গনে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা শুধু কুষ্টিয়া নয়,দেশের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপে জ্ঞানচর্চা,নৈতিক মূল্যবোধ ও মানবিক শিক্ষার সমন্বয় এ প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য।
আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ইতিহাস,অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে স্মৃতি রোমন্থন,আলোচনা,সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন পর্বে অংশ নেন অতিথিরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণিল আয়োজনকে কেন্দ্র করে শিল্পকলা অডিটোরিয়াম চত্বর রূপ নেয় উৎসবের কেন্দ্রবিন্দুতে।
শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়ে পরবর্তী পদক্ষেপে আরও গতিশীল ও আধুনিক শিক্ষাব্যবস্থার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539