
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
সেবার শপথে নতুন পথচলা: কুমারখালী সরকারি কলেজে নবাগত রোভারদের বরণ
অপরের সেবা,মানবতার পথ এই প্রতিপাদকে সামনে রেখে কুষ্টিয়ার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুমারখালী সরকারি কলেজের নবাগত রোভারদের বরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদ প্রদান করা হয়েছে।
১ ডিসেম্বর সোমবার সকালে কুমারখালী সরকারি কলেজের রোভার স্কাউট ও গার্ল ইন রোভারের আয়োজনে কলেজের প্রশাসনিক ভবনের চারতলায় নবাগত রোভারদের বরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশীদ সিদ্দিকী। তিনি বলেন, রোভার স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়,এটি মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ গড়ে তোলার সবচেয়ে বড় মাধ্যম । তিনি নবাগত রোভারদের উদ্দেশে আরও বলেন,দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্কাউটিং বড় ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক জিল্লুর রহমান বিশ্বাস,সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান,মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান খাদেমুল ইসলাম,কুমারখালী সরকারি কলেজের রোভার লিডার চঞ্চল কর্মকার ও গার্ল ইন রোভার মোছাঃ রুকসানা খাতুন। সবাই নবাগতদের স্কাউটিংয়ের বিভিন্ন মূল্যবোধ,শৃঙ্খলা ও মানবসেবায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় রোভারদের মধ্যে বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণ করেন জ্যোতি রাহাত পায়েল,সাবের হোসেন, মল্লিকা বিশ্বাস,হৈমন্তী খান।
অনুষ্ঠান শেষে নবাগত রোভারদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং তাদের স্কাউটিং জীবনের দায়িত্ব,শপথ ও পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539