
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় প্রজাতন্ত্রের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যহীন জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক বেতন কাঠামোর কারণে দেশের লাখো সরকারি কর্মচারী গভীর হতাশায় ভুগছেন। ৭ দফা যৌক্তিক দাবির আলোকে জাতীয়ভাবে সমন্বিত ও বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা আরও জানান,সরকারের চলমান প্রশাসনিক সংস্কার প্রক্রিয়াকে আরও সুসংহত করতে হলে কর্মচারীদের ন্যায়সঙ্গত বেতন কাঠামো নিশ্চিত করা জরুরি।
বিক্ষোভ শেষে সমাবেশ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দ্রুত জাতীয় ৯ম পে-স্কেল ঘোষণা, সমমানের পদে সমান বেতন কাঠামো,আঞ্চলিক বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,দাবি বাস্তবায়ন না হলে তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
প্রজাতন্ত্রের কর্মচারীদের এই শান্তিপূর্ণ আন্দোলনের কারণে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে প্রশাসন।
সমাবেশ থেকে দেশের সব সরকারি দফতরের কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়নের আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539