তুহিন দেওয়ান তজুমদ্দিন
তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মনেজা খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টা চর মোজাম্মেল এলাকার ১০০ জন সাধারণ কৃষকের মাঝে ৫ কেজি কালো সার, ৩ কেজি সাদা সার, এবং ২ কেজি লাল সার বিতরণ করা হয়।
উক্ত বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামাত ইসলামীর আমীর মাস্টার মোঃ জাকির হোসেন, ভোলা জেলা জামাত ইসলামের assistant সেক্রেটারি আব্বাস উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলাম তজুমদ্দিন শাখার আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব, নাগরিক ফোরামের লালমোহন উপজেলার সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত, নাগরিক ফোরামের তজুমদ্দিন উপজেলার সমন্বয়ক লোকমান হোসেন, জাকির হোসেন শামীম সহ বাংলাদেশ জামাত ইসলাম তজুমদ্দিন উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539