হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুনের বিরুদ্ধে টেষ্ট বানিজ্য সহ রোগীদের সাথে দূর্ব্যবহারসহ হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গাইনী ডা. মরিয়ম মুনমুন কমিশন বানিজ্য করার জন্য, নওয়াপাড়া এবি ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি করে কমিশন বানিজ্য করে থাকেন।
তার কাছে রোগীরা সেবা নিতে গেলে গাদাগাদা টেস্টের ব্যবস্থাপত্র ধরিয়ে দেন। এর জন্য তার নিয়োজিত রয়েছে দালাল সিন্ডিকেট যাদের মাধ্যমে রোগীদের ধরে এবি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে করা হয় গলাকাটা বানিজ্য। যে কারনে প্রতিনিয়ত সাধারণ অসহায় রোগী ও রোগীর স্বজনেরা ডা. মরিয়ম মুনমুনের কাছে হচ্ছে প্রতারণার শিকার।
এমনই একজন পায়রা বারান্দি গ্রামের বৃষ্টি আক্তার গাইনী ডা. মরিয়ম মুনমুনের বিরুদ্ধে অভিযোগ করে জানান, সোমবার ২৪ ফেব্রুয়ারী সকালে ডা. মরিয়ম মুনমুনের কাছে চিকিৎসা নিতে গেলে তিনি টেষ্ট করার জন্য কাগজ ধরিয়ে বলেন, এবি ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট গুলো করে আনতে কিন্তু আমি এবি ডায়াগনস্টিক সেন্টার টাকা বেশি চায় বলে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট গুলো করে নিয়ে ডা. মরিয়ম মুনমুন আপাকে দেখালে তিনি টেস্টের রিপোর্ট গুলো ছুড়ে ফেলে দিয়ে আমাকে গালাগাল করে তার চেম্বার থেকে বের করে দেন।
অভিযোগের বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ডা. মরিয়ম মুনমুনের কাছে গিয়ে অভিযোগের বিষয়ে ও রোগীদের সাথে এমন করার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের পরিচয় জানাসহ বিভিন্ন হুমকি দিতে থাকেন।
অভিযোগের বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি নন বলে জানান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539