
মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তা প্রত্যাহার করে তাকে পুনরায় দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলে তৃণমূল নেতাকর্মীদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বখতিয়ার আহমেদ কচি। পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্তে তার পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539