
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ) আসনে নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী মনোনয়নের দাবিতে হাতে ব্যানার নিয়ে মিছিল করেছেন শতাধিক নারী। বৃহস্পতিবার সকালে উপজেলার আটঘর কুড়িয়ানা ও সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রাম এলাকার শতাধিক নারী নেছারাবাদ থেকে প্রার্থী দেয়ার দাবিতে ওই মিছিলে অংশ নেন। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: ফকরুল আলমকে নেছারাবাদ থেকে মনোনয়ন দেয়ার দাবিতে ওই মিছিল করা হয়েছে বলে মনোনয়ন প্রত্যাশি ফকরুল আলমসহ তার মিছিলে অংশ নেয়া বেশ কয়েকজন নারী স্বীকার করেছেন।
মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, তারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. ফকরুল আলমকে প্রার্থী হিসেবে দেখতে চান। আটঘর কুড়িয়ানা ইউনিয়নের এক নারী বলেন, আমরা সাবেক চেয়ারম্যান জাকির হোসেন নান্টু মিয়ার কথায় মিছিলে এসেছি। ফকরুল ভাইকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি।
মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নারীই স্থানীয় দিনমজুর ও গৃহিণী বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাশি ফকরুল আলমের নিজ গ্রাম বালিহারির সেলি বেগম বলেন, আমরা নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী চাই, তাই মিছিলে এসেছি। একই এলাকার ফরিদা বেগম বলেন, আমরা বিএনপির ফকরুল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।
আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন নান্টু মিয়া বলেন, ওই নারীরা নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী চাওয়ার দাবিতে মিছিল করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপি থেকে অর্ধডজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, মাহমুদ হোসেন ও ফকরুল আলম ছিলেন আলোচনায়। বর্তমানে এ আসনে জামায়াতের প্রার্থী শামীম বিন সাঈদির বিপরীতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। গত সোমবার বিএনপির দলীয় কার্যালয় থেকে আহম্মেদ সোহেল মঞ্জুরের নাম ঘোষণা করা হয়।
তবে মনোনয়ন ঘোষণার পরও ফকরুল আলমের সমর্থকদের একটি অংশ এখনো নীরব অবস্থানে রয়েছেন। বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রাম বালিহারি ও নাসির উদ্দীন নান্টু মিয়ার এলাকার নারীসমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়নবঞ্চিত নেতা মো. ফকরুল আলম বলেন, এটা এখনো দলের চূড়ান্ত তালিকা নয়। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার পরই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। তখন যার নাম ঘোষণা করা হবে, আমরা তার পক্ষেই কাজ করব। তিনি বলেন, আজকে যারা মিছিল করেছে তারা আমাকে চাচ্ছে। আশা রাখি দল আমাকে পূনরায় বিবেচনা করবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539