"
ইয়াসমিন বেগম :
৩ নভেম্বর ফেনী জেলা পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়েছে।
‘বৈষম্য বিরোধী মামলা হতে অব্যাহতি দেওয়ার'’ প্রলোভন দেখিয়ে “ওসি ডিবি ফেনী” নামে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট খুলে প্রতারণার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন। বিশেষ সূত্রে খবর পেয়ে; অভিযান চালিয়ে ৯টি মোবাইল সহ ৪ জন কে গ্রেফতার করেছে ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জয়নাল (৪০), মো. ইমরান (২৬), আরিফুল ইসলাম আরমান (১৮) ও মাহাবুবুর রহমান (৫৬)। তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও ৮১টি সিমকার্ড জব্দ করা হয়।
জানা গেছে, আসামিরা ওসি ডিবি মর্ম সিংহ ত্রিপুরার ছবি ও পুলিশের গাড়ির ছবি ব্যবহার করে “ওসি ডিবি ফেনী” নামে হোয়াটসঅ্যাপ একাউন্ট তৈরি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। তারা সরকারি কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার, মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চালাত।
ওসি ডিবি মর্ম সিংহ ত্রিপুরা বাদী হয়ে ২ নভেম্বর ফেনী মডেল থানায় মামলা (নং-৬) দায়ের করেন। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ১৭০/১৭১/৪১৯/৪২০/৩৪ ধারা ও সাইবার সুরক্ষা আইন অধ্যাদেশ-২০২৫ এর ২২ ধারায় রুজু হয়।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত অভিযানে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তাদের মোবাইল ফোনে পুলিশের ছবি, ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা ও প্রতারণার প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, আসামিরা পূর্বেও এমন প্রতারণায় জড়িত ছিল এবং তারা একটি বড় প্রতারক চক্রের অংশ। অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539