
বিজয় চৌধুরী,ঢাকা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সার্বিক কার্যক্রম, চলমান অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ব্রিফ করেছেন র্যাবের মহাপরিচালক। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের ভূমিকা, দায়িত্ব ও ভবিষ্যৎ কৌশল বিষয়ে তিনি গণমাধ্যমকে অবহিত করেন।
ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক জানান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী অভিযান, মানবপাচার ও সাইবার অপরাধ রোধে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “জনগণের শান্তি ও নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখব।”
তিনি আরও জানান, র্যাবের বিভিন্ন ইউনিটের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব অভিযানে দেশের বিভিন্ন অঞ্চলে অস্ত্র, মাদক ও অপরাধচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব মহাপরিচালক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে বলেন, প্রযুক্তিনির্ভর অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি সমাজের সব স্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান।
ব্রিফিংয়ের শেষে মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, র্যাবের এই ধারাবাহিক প্রচেষ্টার ফলে দেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হয়ে উঠবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539