
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সীমান্তের পশ্চিম ধর্মদাহ এলাকায় এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নাগরিককে আটক করে মানবিক বিবেচনায় পরিবারের নিকট হস্তান্তর করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়,গত ২ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ২টা ২০ মিনিটে (১৪২০ ঘটিকায়) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল সীমান্ত পিলার নং ১৪৭/৩-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরে তার পরিচয় নিশ্চিত করা হলে জানা যায়,তিনি মোঃ ফিরোজ আহমেদ সাদ্দাম (৩৩),পিতা: মোঃ তোফাজ্জেল শেখ,মাতা: মোছাঃ ফাতেমা খাতুন,গ্রাম: মির্জানগর, পোস্ট: বহলবাড়িয়া, থানা: মিরপুর,জেলা: কুষ্টিয়া।
পরবর্তীতে যাচাই-বাছাই শেষে জানা যায়, ফিরোজ আহমেদ সাদ্দাম মানসিক ভারসাম্যহীন। মানবিক বিবেচনায় ও তার চিকিৎসার স্বার্থে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি’র নির্দেশনায় তাকে পরিবারের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুচলেকা গ্রহণের মাধ্যমে ফিরোজ আহমেদ সাদ্দামকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়,সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,মাদক পাচারসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তারা সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনাটি বিজিবির মানবিক ও জনবান্ধব ভূমিকারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
স্থানীয় জনগণ বিজিবির এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ফিরোজ আহমেদের পরিবার বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539