
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া ১২ আসনের জন্য গণ অধিকার পরিষদ থেকে এমপি প্রার্থী হিসেবে নমিনেশন পেলেন ডাঃ এমদাদুল হাসান।
ডাঃ এমদাদুল হাসান বর্তমানে দক্ষিণ চট্টগ্রামে গণ অধিকার পরিষদের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সম্মান অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাঃ এমদাদুল হাসান স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করে আসছেন। তিনি দুঃস্থ ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন।
নমিনেশন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ এবং উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেছেন যে, ডাঃ এমদাদুল হাসান নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
ডাঃ এমদাদুল হাসান জানান, তার লক্ষ্য পটিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণ। তিনি নির্বাচিত হলে সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করবেন এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539