
মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পুলহাট শিল্পনগরী থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।
রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী এ অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, পুলিশ ও সওজ বিভাগের কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরে সড়কটির দুই পাশে শতাধিক দোকান ও বসতঘর গড়ে ওঠায় রাস্তা সরু হয়ে যানজট সৃষ্টি হয়। আগেও প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও দখলদাররা জায়গা খালি করেননি। অবশেষে জনস্বার্থে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ভারী যন্ত্রপাতি দিয়ে দোকান, টিনের ঘর ও কাঠের স্থাপনা ভেঙে দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকে পড়েন চরম আর্থিক বিপাকে। তারা জানান, পর্যাপ্ত সময় ও প্রস্তুতি না থাকায় অনেকেই দোকানের মালামাল সরিয়ে নিতে পারেননি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করে জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা দুশ্চিন্তায় আছেন। অনেকেই ঋণ করে দোকান তুলেছিলেন, এখন সব কিছু হারিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। তবে তারা আশা প্রকাশ করেন, প্রশাসন যদি বিকল্প কোনো জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা নেয়, তাহলে তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।
এদিকে সাধারণ মানুষ মনে করছেন, সড়ক প্রশস্তকরণে যান চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তবে ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানিয়েছেন।
সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ জানান, “পুলহাট থেকে খানপুর পর্যন্ত ৮৫ ফিট প্রশস্ত সড়কের ভেতরে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ১৯৪২ সালে অধিগ্রহণ করা সরকারি জায়গা দখলমুক্ত রাখতেই এই অভিযান।”
তিনি আরও বলেন, “দখলমুক্ত হওয়া জায়গায় সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজব্যবস্থা উন্নয়ন ও জনগণের চলাচল নির্বিঘ্ন করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে।”
স্থানীয়রা মনে করছেন, উন্নয়ন ও মানবিকতার ভারসাম্য রক্ষা করেই এই উদ্যোগ সফল করা সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539