
মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল
পটুয়াখালীর কুয়াকাটায় বন বিভাগের অভিযানে লাইসেন্সবিহীন অবৈধ করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মহিপুর রেঞ্জের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪টি করাতকলে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর বিধি ১২ অনুযায়ী লাইসেন্স ব্যতিরেকে করাতকল পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। এ বিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট করাতকল মালিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা একে এম মনিরুজ্জামান জানান, বর্তমানে রেঞ্জ এলাকায় মোট ৩৫টি অবৈধ করাতকল চিহ্নিত করা হয়েছে। ধাপে ধাপে এসব অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, বনসম্পদ রক্ষা ও অবৈধ কাঠ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539