
বিজয় চৌধুরী, ঢাকা
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর একটি বিশেষ অভিযানে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এছাড়া, একই অভিযানে কুষ্টিয়া জেলার লালপুর থানার একটি ডাকাতি মামলার আসামিকেও গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। ফলে দুইটি পৃথক মামলায় মোট দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব-১৪ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, কুষ্টিয়ার লালপুর থানার ডাকাতি মামলায় পলাতক থাকা এক আসামিকেও একই সময় পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539