
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক দিনের খবর পত্রিকার ১৫ বছর পূর্তি শেষে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মনি পার্কে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় এ অনুষ্ঠান।
সকাল ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়। তেলাওয়াত করেন দৈনিক নয়া দিগন্ত এর কুষ্টিয়া প্রতিনিধি নুরুল কাদের। অনুষ্ঠানে দিনের খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম ফেরদৌস রিয়াজ জিল্লুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সাংবাদিক খালিদ হাসান সিপাই। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।
জুমার নামাজের পর দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এরপর অতিথি, নারী ও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। দিনব্যাপী আনন্দ উৎসবে রঙ যোগ করে শুভেচ্ছা কুপনের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাক। তিনি পত্রিকার উন্নয়ন ও পাঠকপ্রিয়তা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দিনের খবর পত্রিকা শুরু থেকেই তথ্যনির্ভর ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশ করে আসছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে একটি সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আর সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছে দিনের খবর।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পত্রিকার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম কাদেরী শাকিল,কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর,সাধারণ সম্পাদক এম জুবায়েদ রিপন, দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর রহমান,আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু,কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাড.শামীমুল হাসান অপু,জন মতামত সম্পাদক ইব্রাহিম হোসেন মিরাজ,সমকাল প্রতিনিধি সাজ্জাদ হোসেন রানা,মাটির ডাক সম্পাদক লূৎফুর রহমান কুমারসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের প্রতিনিধি।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন এবং উপস্থাপনা করেন দৈনিক প্রথম আলো কুষ্টিয়া অফিস প্রধান তৌহিদী হাসান শিপলু।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রইচ উজ্জামান মিয়া, সাংবাদিক এম এ জিহাদ, নুরুন্নবী বাবু, লিটন-উজ-জামান,নাহিদ হাসান তিতাস,এস এম রাশেদ, আব্দুম মুনিব,সোহেল পারভেজ,শাহরিয়ার ইমন রুবেল, অ্যাডভোকেট আব্দুর রউফ,অ্যাডভোকেট তরিকুল ইসলাম সাগর,আরাফাত হোসেন,আবু মনি সাকলাইন এলিন, রিয়াজুল ইসলাম সেতু, নাজমুল হোসেন, চয়ন আহমেদ, আব্দুল কুদ্দুসসহ কুষ্টিয়া জেলার প্রায় সাড়ে চার শতাধিক অতিথি।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পত্রিকার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাব্বির মোহাম্মদ কাদেরী সবু এবং সদস্যবৃন্দ—আব্দুল আওয়াল বাদশা, জিল্লুর রহমান জনি,রাকিবুল হাসান রিংকু,বনি ইসরাইল,জাহিদ হোসেন,মমিন হোসেন,শিমুল হোসেন,হারুনুর রশিদ ইউভি, মুস্তাফিজুর রহমান লিটন, হেলাল উদ্দিন,আরমান হোসেন, সাজেদুর রহমান টিটু,সুমন আলী,সাজ্জাদ হোসেন, সবুজ হোসেন প্রমুখ।
দিনব্যাপী নানা আয়োজন ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হয় দৈনিক দিনের খবর পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539