
চরফ্যাশন প্রতিনিধি:
চরফ্যাশনের সাংবাদিক রাজিব হাসান রাজু, উপজেলা প্রতিনিধি – দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ, তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজিব হাসান রাজুর বাবার বায়ুপথে ফুরা জাতীয় একটি জটিল সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা জটিল হওয়ায় তাঁর অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে চরফ্যাশনের চিকিৎসকদের পরামর্শে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
সাংবাদিক রাজিব হাসান রাজু সকলের কাছে তাঁর বাবার সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন—
“সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ, ইয়া আমার রব, আপনি আমার বাবাকে সুস্থতার নেক হায়াত দান করুন।” 🤲
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539