
মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা ।
ভোলা লালমোহন ও তজুমউদ্দিন আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও গুঞ্জন। নানা প্রতিকূলতা এবং রাজনৈতিক চাপের মধ্যেও সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে একটি নাম মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ধানের শীষ প্রতীক নিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি এখন হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
২ নং সোনাপুর ইউনিয়নের গরিব এর বন্ধু নামে পরিচিত রাজপথের সৈনিক গরিব-দুখী মানুষের আপনজন ২ নং সোনাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাসেম শিকদারের সন্তান ডাঃ এ কে এম ফিরোজ শিকদার তার প্রিয় নেতা মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জন্য ২ নং সোনাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে স্থানীয় জনগনের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন ।
ডাঃ এ কে এম ফিরোজ শিকদার তার প্রিয় নেতা মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে ২ নং সোনাপুর ইউনিয়নের থেকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবেন বলে দাবি করেন।
ডাঃ এ কে এম ফিরোজ শিকদার বলেন ভোলা লালমোহন ও তজুমউদ্দিনে প্রতিটি ঘরে ঘরে এখন একটাই আলোচনা ধানের শীষ প্রতীকে মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে জনগণ মনে করেন, তিনিই যোগ্য ব্যক্তি।”
ভোলা তজুমদ্দিনের ২ নং সোনাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসছে পরিবর্তনের আশা। ভোলা তজুমউদ্দিন উপজেলার মানুষ এই বারের নির্বাচনে ধানের শীষ প্রতীকেই রায় দিতে চান — পরিবর্তনের স্বপ্ন বাস্তবা
জনগণের ভাষ্য অনুযায়ী, মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম একজন শিক্ষিত, উদ্যমী ও জনবান্ধব ব্যক্তি, যিনি গণমানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যেই আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝেও তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
গণতন্ত্রের চেতনায় ভর করে এইবারের নির্বাচন হবে জনগণের রায়ে নির্ধারিত — যেখানে সত্যিকারের জনপ্রতিনিধিরাই জয়ী হবেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539