
মোঃ তুহিন দেওয়ান
ভোলার কুৃঞ্জেরহাট বাজারে অবস্থিত বায়তুল কোরআন নূরাণী মাদ্রাসার এক ছাত্র আহসান হাবিব শিক্ষার নামে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
আহসান হাবিবের পরিবার জানিয়েছে, তাকে লোহার পাইপ দিয়ে মারধর করা হয়েছে। এতে ছাত্রের চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।
আহসান হাবিবের বাবা জানিয়েছেন, ছেলে নিয়মিতভাবে শিক্ষকের শাসনের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল। পরিবার বলছে, এমন আচরণ সমাজের জন্য হুমকিস্বরূপ।
মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, মাদ্রাসাগুলোতে শিশু নির্যাতনের ঘটনা সমাজে গভীর নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার নামে এই ধরনের অমানবিক আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই ঘটনার সত্যতা যাচাই শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আহসান হাবিবের ঠিকানা আড়ালিয়া, ৭নং ওয়ার্ড, তজুমদ্দিন। বাবার ফোন নম্বর 01719984824। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল রাজ্জাক, ফোন নম্বর 01712072612।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539