
নিজস্ব প্রতিবেদক:দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।
২৩ অক্টোবর ২০২৫ —
মাদক, সন্ত্রাস, দেহব্যবসা ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগই পারে ভোলা জেলাকে অপরাধমুক্ত একটি মডেল জেলায় পরিণত করতে— এমনটাই মত প্রকাশ করেছেন মাঠ পর্যায়ের স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
তাঁরা বলেন, ভোলা জেলায় এখনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদস্যুরা শক্তিশালী চক্র হিসেবে সক্রিয় রয়েছে। সীমিতসংখ্যক সাংবাদিক এককভাবে কাজ করে এই অপরাধচক্র ভাঙতে পারছেন না। কারণ, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে সমাজের ভেতর লুকিয়ে থাকা কিছু মুখোশধারী প্রভাবশালী ব্যক্তি, যারা নিজেরা গণমাধ্যমের আশ্রয়ে থেকে প্রকৃত সাংবাদিকদের বাধাগ্রস্ত করছেন।
গণমাধ্যমকর্মীদের অভিযোগ, এই চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার ঘটনা ঘটছে উদ্বেগজনক হারে। শুধুমাত্র চলতি বছরেই ভোলা জেলায় দেশের সর্বাধিক সংখ্যক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষকরা।
মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিনিয়র সাংবাদিক বলেন, “আমরা যদি সবাই হাতে হাত মিলিয়ে এক হয়ে কলম ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও সমাজবিরোধীদের নির্মূল করা সম্ভব। জনগণের জন্য প্রকৃত সুফল তখনই আসবে, যখন গণমাধ্যম এক হয়ে সত্য প্রকাশে অটল থাকবে।”
স্থানীয় গণমাধ্যমকর্মীরা সরকারের প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন— যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের পাশে দাঁড়ানো হয়, যাতে তাঁরা নির্ভয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে পারেন।
অপরাধমুক্ত ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে সাংবাদিকদের ঐক্য, সাহস ও সত্যনিষ্ঠতার বিকল্প নেই।তাই ভোলা জেলার সকল স্তরের গণমাধ্যম যদি শক্ত হাতে কলম ধরতে পারে, তবে ভোলা জেলার প্রতি ইঞ্চি মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে— ইনশাআল্লাহ।
#ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন "
কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব।
০১৩২৩০০২৩৭৭,,দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539