মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশ গভীর সংকটে নিমজ্জিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি (কাজী জাফর) র মহাসচিব, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব লিংকন।
তিনি বলেন,ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধ করতে হলে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।
তা না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে।
বুধবার বিকেলে উপজেলার আমলা বাজারে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার ডাকে আমরা জোটে গিয়েছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের জোটের নেতৃৃবৃন্দদের বলেছিলেন চরম দূর্দিনে আপনারা আমাদের পাশে ছিলেন। আমার দলের বহু লোককে এমপি মন্ত্রী বানিয়ে ছিলাম কিন্তু দলের দূর্দিনে তাদের অনেকেই পাশে ছিল না।
তিনি আরো বলেন,সরকারী দলের সকল প্রকার সুযোগ সূবিধা ত্যাগ করে দেশমাতা খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা বার বার কারাগারে গিয়েছি,এরপরও আমরা বিএনপি’র কাছে কোন মনোনয়ন চাইনি। কারণ বিএনপির উপর আমাদের চরম আস্থা ও বিশ্বাস রয়েছে। তাই আশা করি বিএনপি আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে।
আমলা ইউনিয়ন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন।
জেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সহ সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক আজমত আলী খান,জেলা ছাত্র সমাজের সভাপতি মাহফুজুর রহমান,মিরপুর উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দ্দার,সাধারণ সম্পাদক শাহাবুল জোয়ার্দ্দার,যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুর রশিদ জুয়েল,ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি এম এ আলম,সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান প্রমুখ এবং কুর্শা ইউনিয়নের সভাপতি জনাব ফজলুর হক,এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539