বিভাগীয় প্রতিনিধি:
হালুয়াঘাট সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান, যিনি ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা। তাঁর এই পদায়নে স্থানীয়দের মাঝে ব্যাপক আশাবাদ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নতুন সার্কেল অফিসার হিসেবে যোগদানের পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা শুরু করেছেন এবং ইতোমধ্যে সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় তাঁর পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
মোঃ মিজানুর রহমানের জন্ম নেত্রকোণা জেলায়, যেখানে তাঁর পরিবারের রয়েছে একটি সুপরিচিত ও সুনামধন্য অবস্থান। ব্যক্তিগত জীবনে তিনি বিনয়ী, আন্তরিক ও দায়িত্বশীল একজন মানুষ হিসেবে পরিচিত।
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ এর পক্ষ থেকে আমরা তাঁকে অভিনন্দন জানাই এবং হালুয়াঘাটে তাঁর সফল দায়িত্ব পালন কামনা করি।
০১৩২৩০০২৩৭৭
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539