মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ায় মায়ের সাথে অভিমান করে মো. সাকিব (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিব আনোয়ারা থানার খাসখামা গ্রামের মো. করিমের ছেলে। তারা প্রায় আট-নয় বছর ধরে পটিয়ার সুচক্রদণ্ডী এলাকার আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকছেন।সাকিব ২০২২ সালে এইচএসসি পাস করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয়ে মায়ের সাথে মনোমালিন্যের একপর্যায়ে অভিমান করে সাকিব নিজ কক্ষের মাঝের রুমে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) যুযুৎসু যশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539