বিজয় চৌধুরী, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীতে প্রায় সাড়ে চার লক্ষ টাকার মূল্যের ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, রবিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী থানার রহমান সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো. এরশাদ হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাঙ্গুরী গ্রামের কবির হোসেনের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এরশাদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকসহ তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানায়, মাদক সমাজের ভয়াবহ ব্যাধি। এ থেকে মুক্ত সমাজ গঠনে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539