মো:সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
১৮ অক্টোবর ২০২৫, শনিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুল কুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
অনুষ্ঠানে আগত পুলিশ সুপার মহোদয়কে ফুল কুঁড়ি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের উচিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তারা পিতা-মাতার কথা শ্রদ্ধার সঙ্গে শুনবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে এবং প্রতিদিন সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে আসবে। এছাড়া মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার সীমিত ও সচেতনভাবে করতে হবে, যাতে সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। তিনি আরও বলেন, সমাজে একজন আদর্শ, দায়িত্বশীল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে এই মূল্যবোধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের প্রতিভা ও সৃজনশীলতায় সন্তোষ প্রকাশ করেন এবং তাদের জন্য শুভকামনা জানান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539