ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে পূর্বশত্রুতার জেরে ধরে এক কৃষকের ২৫ শতাংশ জমির ভুট্টার গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে ভুট্টা গাছ নষ্ট করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মো. জাকিরুল ইসলামের জমিতে।
উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনাটি প্রথমে দেখতে পায়, ওই গ্রামের রাশেদুল ইসলাম, নামের এক যুবক তিনি জানান, আমি সকাল বেলা আমার ফসলি জমি দেখতে আসি, আসার সময় দেখতে পাই জাকিরুল ভাইয়ের ভুট্টার গাছ নষ্ট করা, আমি পরে জাকিরুল ভাই কে খবর দেই।
ভুক্তভোগী কৃষক জাকিরুল ইসলাম বলেন, বিগত কিছুদিন আগে এই জমিটি আমি ক্রয় করি ওই সময় জমি ক্রয়ের সূত্র ধরে জাহিদুল ইসলামের সঙ্গে আমার বিরোধ হয় এমন এক সময় উনি গ্রামের বিভিন্ন লোকের কাছে বলে যে ওই জমিতে আমি ফসল ফলাতে দিব না। এবং ভুক্তভোগীর সাক্ষাৎকার অনুযায়ী উনি বলেন যে আমার সম্পন্ন ক্ষতি জাহিদুল ইসলাম নামে ব্যক্তি করেছে এবং গ্রামের কতিপয় কিছু লোকের সাক্ষাৎকারে তারাও জাহিদুল ইসলামের নাম উল্লেখ করেছেন। এবং ২৫ শতাংশ জমিতে আনুমানিক ৪০ থেকে ৪৫ হাজার টাকা ক্ষতি হয় বলে জানায় ওই জমির আশেপাশে জমির মালিকেরা । এই বিষয়ে তদন্ত পূর্বক অভিযুক্ত ব্যক্তি কে উপযুক্ত শাস্তির দাবি করছি বলে জানাই এলাকার লোকজন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539