মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলায় মোশারফ হোসেন মুসা নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মোশারফ হোসেন মুসা (৫৫) শান্তিডাঙ্গা গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতে বসতঘরের বারান্দায় ঘুমাচ্ছিলেন। এ সময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
পরিবারের সদস্যরা জানান,পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নিহতের মেয়ে শিখা বলেন,ভ্যানচুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন,নিহত ব্যক্তির বুকে হাঁসুয়া জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যানচুরির জন্য এমন নির্মম হত্যাকাণ্ড নাও হতে পারে। কারণ,তাহলে অপরাধীরা ভ্যান নিয়ে যেত। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে,দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539