হাফেজ ইউছুফ চৌধুরী :
ভোলা সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও গুঞ্জন। নানা প্রতিকূলতা এবং রাজনৈতিক চাপের মধ্যেও সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে একটি নাম — আন্দালি রহমান পার্থ। 'গরুর গাড়ি' প্রতীক নিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি এখন হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অনেক স্থানীয় সাংবাদিক, বিশেষ করে নারী সংবাদকর্মীরা অভিযোগ করছেন, তারা যখন প্রকৃত তথ্য তুলে ধরার চেষ্টা করেন, তখন কিছু রাজনৈতিক ব্যক্তির বিরাগভাজন হন। এমনকি তাদের ‘দালাল’ বা ‘সহযোগী’ বলেও অপবাদ দেওয়া হয়। তবুও তারা নির্ভীকভাবে মাঠে ঘুরে সত্য তথ্য সংগ্রহ করে চলেছেন।
নারী সাংবাদিক রেশমা চৌধুরী জানান,
আমরা নারী সাংবাদিকরা যখন জনগণের কথা তুলে ধরার চেষ্টা করি, তখন অনেকের গায়ে লাগে। কিন্তু সত্য তো সত্যই। আমরা মাঠে ঘুরে দেখেছি — ভোলা সদরের ঘরে ঘরে এখন একটাই আলোচনা — গরুর গাড়ি প্রতীকে আন্দালি রহমান পার্থ। জনগণ মনে করেন, তিনিই যোগ্য ব্যক্তি।”
ভোলা সদর উপজেলায় বর্তমানে মোট ১৩টি ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়নগুলো হল:
-আলীনগর,বাপ্তা,চর সামাইয়া,শিবপুর,ধনিয়া,ইলিশা,
ইলিশা পশ্চিম,কাচিয়া,উত্তর দিঘলদী,রাজাপুর,
দক্ষিণ দিঘলদী,ভেদুরিয়া,ভেলুমিয়া।
এছাড়াও রয়েছে ভোলা পৌরসভা, যা ৯টি ওয়ার্ডে বিভক্ত। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডেই সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসছে পরিবর্তনের আশা। ভোলা সদর উপজেলা শ্রমিক পার্টি ও অনেকেই বলছেন, তারা এইবারের নির্বাচনে গরুর গাড়ি প্রতীকেই রায় দিতে চান — পরিবর্তনের স্বপ্ন বাস্তবে দেখতে চান।
জনগণের ভাষ্য অনুযায়ী, আন্দালি রহমান পার্থ একজন শিক্ষিত, উদ্যমী ও জনবান্ধব ব্যক্তি, যিনি গণমানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যেই আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝেও তার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
তবে রাজনৈতিক পরিবেশ এখনও চ্যালেঞ্জিং। অনেক সাংবাদিকই সরাসরি এসব বিষয়ে লিখতে সাহস পান না, কারণ কিছু প্রভাবশালী নেতার পক্ষ থেকে আসে মৌখিক হুমকি ও সামাজিক চাপ।
তবুও আশাবাদ ব্যক্ত করা যায়, গণতন্ত্রের চেতনায় ভর করে এইবারের নির্বাচন হবে জনগণের রায়ে নির্ধারিত — যেখানে সত্যিকারের জনপ্রতিনিধিরাই জয়ী হবেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539