বিজয় চৌধুরী, ঢাকা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই বিমানবন্দরের কার্গো এলাকার পাশে ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তেই আগুনের খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের উৎস শনাক্তে এবং তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসময় বিমানবন্দর নিরাপত্তা বাহিনী (এভসেক), পুলিশ ও আনসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডের কারণে কার্গো এলাকায় কিছু কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, তবে যাত্রী টার্মিনাল ও ফ্লাইট ওঠানামা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক দিক থেকে পানি ও ফোম স্প্রে করা হচ্ছে। আগুন যাতে অন্য স্থানে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্গো এলাকায় প্রবেশ সীমিত করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539