মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
গতকাল বুধবার ১৫ অক্টোবর দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা৩নং মুর্শিদাবাদ ইউনিয়নের মহারাজপুর প্রীতি বাজারে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন। এ অনুষ্ঠানে দিনাজপুর ২-(বিরল বোচাগঞ্জ) আসন হতে জাতীয় নাগরিক পার্টির এমপি মনোনয়ন প্রত্যাশী মোঃ ইসমাইল হোসেন, বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক মোঃ তাফসীর হাসান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৫অক্টোবর বুধবার বিকাল ৫টায় অফিস উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539